ভিআইপিদের জন্য রাজধানীতে আলাদা লেনের প্রস্তাব


ভিআইপিদের চলাচলের জন্য রাজধানীতে আলাদা লেন চালু করতে সড়ক বিভাগকে প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের রাজধানীজুড়ে ভিআইপি ও জরুরি চলাচলের জন্য আলাদা লেন করতে আমরা সড়ক বিভাগকে চিঠি দিয়েছি। তারা এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের চলতি বছরের পঞ্চম বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনেক সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সকেও উল্টো পথে চলতে হয়। মানবিক কারণে সেখানে কিছু বলার থাকে না। এমনকি অনেক সময় ভিআইপিরাও উল্টো পথে চলেন, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তাই আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি একটি চিঠি সড়ক বিভাগকে দিয়েছি।’
তিনি বলেন, ‘এটা নিয়ে সড়ক বিভাগ আমাদের কিছু জানায়নি। এখনই কিছু বলা যাচ্ছে না। সম্ভব হলে তারা এ ধরনের উদ্যোগ নিতে পারেন। অনেক সময় জরুরি কাজে যেতে পুলিশেরও এটা প্রয়োজন হয়।’