ধনবাড়ীতে এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনের বৃত্তি প্রদান


টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা মাধ্যমিক এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ অক্টোবর২৩)ইং ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের হলরুমে এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশন বৃত্তি প্রকল্প ২০২২ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সোলায়মান আকন্দের সঞ্চালনায় ও সভাপতি মো: ইশরাদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দিয়ে বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরুস্কার বিতরণ করেন- ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন তালুকদার প্রমূখ।
এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, বৃত্তি প্রকল্পের সচিব মো: রেজাউল করিম, ধনবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাই টিভি ও দৈনিক যায়যায়দিন’র সাংবাদিক হাফিজুর রহমান, সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট সোলায়মান হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দুই’শ জন শিক্ষার্থীদের মাঝে অতিথি’রা বৃত্তির সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
বক্তারা অনুষ্ঠানে সকলের উদ্দ্যেশে এ ধরণের শিক্ষা বৃত্তির আয়োজন করায় কোমল মতি শিক্ষার্থীদের জ্ঞানকে বিকাশিত করে লেখা পড়ার প্রতি আরো উৎসাহী করতে ব্যপক ভূমিকা রাখায় এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশন কে আগামী দিনে এ ধারা অব্যহত রাখার আহবান জানান।
এসময় সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের শিক্ষক আবুল কালাম, কেন্দুয়া নতুন কুড়ি স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক তারা সহ বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী সহ সকল অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।