বগুড়ায় বিএনপির ৭ নেতাকর্মী অাটক


বগুড়ায় বিএনপির ৭ নেতাকর্মীকে অাটক করেছে পুলিশ । জেলার শিবগঞ্জ, নন্দীগ্রাম ও আদমদীঘি উপজেলায় নাশকতা চেষ্টার অভিযোগে পুলিশ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
গত ২৪ ঘন্টায় ওই ৮জনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।রোববার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল।
বগুড়ার শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার আটমুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম ঠান্ডু ও বিএনপির কর্মী শাহ আলমকে আটক করা হয়।
বগুড়ার আদমদীঘি থানার ওসি আবু সায়িদ মোঃ ওয়াহেদুজ্জামান জানান, শনিবার রাতে উপজেলার সান্দিড়া খেলার মাঠে নাশকতার জন্য গোপন বৈঠক করার সময় উপজেলা শ্রমিক দলের সম্পাদক মিজানুর রহমান (৪৫) স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পাভেল (৩৮) ও বিএনপি কর্মী ফেরদৌস আলীকে (৪২) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ ৪০ জনের নামে মামলা করা হয়েছে।
ওই মামলা এই ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বগুড়ার নন্দীগ্রামে বিশেষ অভিযানে ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুরিশ বলছে তারা বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে আছে। বগুড়ার নন্দীগ্রাম থানার এসআই ইনামুল ইসলাম জানান, আব্দুল মান্নান ও মোঃ শাজাহান নামের দুইজনকে আটক করা হয়েছে