টাঙ্গাইলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ টাঙ্গাইল সদর উপজেলা গতিশীল ও শক্তিশালী করার লক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২ অক্টোবর ) বিকালে টাঙ্গাইল শহীদ মিনারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো.ছানোয়ার হোসেন।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা প্রমুখ।