ঘাটাইলে জাতীয় কন্যা শিশু দিবস

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৫ পিএম, রোববার, ১ অক্টোবর ২০২৩ | ৩৮৭
টাঙ্গাইলের ঘাটাইলে ‘বিনোয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন করেছে আর্ন্তজাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, ঘাটাইল সিডিপি। 
 
রবিবার (১ অক্টবার ) সকালে সিডিপির অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
এতে শতাধিক কন্যা শিশু অংশগ্রহণ করেন এবং তাদের মাঝে কন্যা দিবসের গুরুত্ব, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষা, সম্পর্কে আলোচনা করা হয়।  প্রোগ্রাম অফিসার মো: মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, আরো বক্তব্য রাখেন ঘাটাইল সিডিপি ম্যানেজার শারমিন নাসরিন, এডমিন অফিসার  নূর মোহাম্মদ সহ সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য: গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি দেউলাবাড়ি ইউনিয়নে শিশু ও নারী উন্নয়ন এবং যুব উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সেই সাথে শিশুর অধিকার, নারী ক্ষমতায়ন, শিশু ও নারীদের চিকিৎসা সেবা প্রদানও আসছে।