নাটোরে পকেটখালীতে চাঁদা না দেয়ায় ভ্যান চালককে মারধর


নাটোরের বাগাতিপাড়া পকেটখালিতে চাঁদার টাকা না দেয়ায় অটোভ্যান চালককে পিটিয়ে আহত করার অভিযোগ। এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তের দাবী, থানার অর্ডারেই টাকা আদায় করা হয়।
সূত্রে জানা যায়, উপজেলার খন্দকার মালিঞ্চি গ্রামের আকছেদ আলী গতকাল পকেটখালি মোড় অটোভ্যানে ভাড়া নিয়ে যায়। এ সময় জামনগরের সাজিপাড়া গ্রামের জুয়েল রানা পকেটখালী মোড়ে ভ্যান চালকের গতিরোধ করে পাঁচ টাকা চাঁদা দাবি করে।
চাঁদার টাকা দিতে অপারগতা জানালে বাটাম দিয়ে মারপিট করে তাকে আহত ও অটোভ্যানের মিটার ভাঙ্গে দেয়া এবং কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন ভ্যানে চালক আকছেদ আলী। পরে আহত ভ্যান চালক বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেন মেডিকেল অফিসার ডা. আয়শা সিদ্দিকা।
অভিযুক্ত জুয়েল রানার দাবী , ‘থানার অর্ডারেই আমি ভ্যান প্রতি পাঁচ টাকা আদায় করি। ওই ভ্যাচ চালক বিয়াদব খুব খারাপ। টাকা দিতে চাইনি। আমি ভ্যান আটকে ক্যাম্পে নিতে চাইলে সে দেয়নি।
তখন ধাক্কাধাক্কি করার সময় তার গাড়ীর চাবি লেগে একটু আচড় লাগে। বাটাম দিয়ে মারধর করা বা মোবাইল নেয়ার কথা মিথ্যা। ফাঁড়ির ইনচার্জ মোতালেব সাারের নির্দেশেই আমি টাকা আদায় করি।’
বিষয়টি নিয়ে জামনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলজার জানান, ‘পকেখালী আমার ওয়ার্ড এলাকা। পুলিশ ফাড়ির পক্ষ থেকে এটা নেয়া হয়। একজন নাইড গার্ড আছে, তার খরচের জন্য এটা নেয়া হয়।’ তবে চাঁদা না দেয়ায় ওই ভ্যান চালককে মারপিট করা ঠিক হয়নি বলে মনে করেন তিনি।
চাঁদা আদায়ের ব্যাপারে পকেটখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোতালেব হোসেন দাবি করেন, ‘ফাঁড়িতে কোন টহল গাড়ী না থাকায় একজন করে ভ্যান চালক প্রতি রাতে ডিইটি করার কথা কিন্তু তাদের সকলের সিদ্ধান্তে একজনকে ঠিক করেছে।
আর তাকেই ওই টাকা দেয়া হয়। পুলিশ, জনপ্রতিিিনধি ও স্থানীয়দের সকলের সিদ্ধান্তেই এ টাকা নেয়া হয়। মারপিট করে কারো কাছে টাকা নিতে বলা হয়নি। বিষয়টি নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। ’