সাগরদিঘীতে ভুয়া ভোটার বাতিলের দাবিতে মানববন্ধন

হাফিজুর রহমান
প্রকাশিত: ০২:২৪ পিএম, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ | ৩৮৮

টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘী বাজারে বণিক সমবায় সমিতির তালিকায় অর্ন্তভূক্ত ভুয়া ভোটার বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বাজারের ব্যবসায়ীরা।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাগরদিঘী বাজারের ঘাটাইল রোডে ব্যবসায়ীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী ২২ সেপ্টেম্বর সাগরদিঘী বণিক সমিতির ত্রিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এমন সদস্য রয়েছে যারা আদৌও কোনো ব্যবসায়ী না। ভুয়া ভোটার বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের সমন্বয়ে একটি সুন্দর, নিরপেক্ষ এবং অবাদ সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তারা।  

মানবন্ধনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী এবাদুল্লাহ চৌধুরী জুয়েল, ইউপি সদস্য সুরুজ মিয়া, ব্যবসায়ী আল আমিন সহ অন্যান্যরা।