কালিহাতীতে যুবলীগের প্রস্তুতি সভা


আগামী ২ সেপ্টেম্বর শনিবার ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন এবং সুধি সমাবেশে যোগদান উপলক্ষে কালিহাতীতে যুবলীগের প্রস্তুতি সভা হয়েছে। স্থানীয় যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে এলেঙ্গা রিসোর্টের হলরুমে সভাটি হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মেহেরুল হাসান সোহেল। তিনি বলেন দেশে বিদেশে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সকল ভেদাভেদ ভুলে আমদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারি নাই। কিন্তু শেখ হাসিনার পাশে সর্বশক্তি দিয়ে থাকতে হবে। দেশ ও জনগণের স্বার্থে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আনতে হবে। সেজন্য যুব সমাজকে যেকোন ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। ঢাকায় প্রমাণ করে দিতে হবে টাঙ্গাইলের যুবলীগ কত টা ঐক্যবদ্ধ ও শক্তিশালী!
কালিহাতী উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র নুরুন্নবী সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জহিরুল হক জাকির, টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল।
প্রস্তুতি সভাপতি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহালম মোল্লা।
এসময় কালিহাতী ও ভূঞাপুর উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।