ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাফিজুর রহমান
প্রকাশিত: ০৭:২৫ পিএম, সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | ৩৫৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচলনা করা হয়েছে। এ অভিযানে ধনবাড়ী পৌরসভার রেদওয়ান রাইস মিলের মালিক বারীক শেঠ কে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এ জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ আগষ্ট ২৩)ইং বিকেলে এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা জানান, সরাকারী নির্দেশনা অমান্য করে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তাকে জরিমানা করা হয়। নিয়মিত ভাবে এ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত রয়েছে।