মায়েদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন পরিবারের মত সমাজ এবং রাষ্ট্রীয় ক্ষেত্রেও মায়েদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
শনিবার মির্জাপুর উপজেলার ছিট মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সকাল ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা মেজর (অব:) খন্দকার আব্দুল হাফিজ শওকত মোমেন শাহজাহান উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।
মা সমাবেশে পাঁচ শতাধিক মা উপস্থিত ছিলেন।
এমপি একাব্বর হোসেন বলেন একটি পরিবারের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে মায়ের ভুমিকা যেমন অপরিসীম তেমনি সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রেও কম নয়। সুন্দর জাতী গঠনেও মায়েদের ভুমিকা রাখতে হবে।