চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, সোমবার, ৭ আগস্ট ২০২৩ | ২৬৪

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস বলেছেন, সোমবার চীনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। কারণ, চীনের কোস্ট গার্ড বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের বিভিন্ন জাহাজকে অবরুদ্ধ করে জল কামান ব্যবহার করায় চীনা কূটনীতিককে তলব করা হলো। খবর এএফপি’র।

মার্কোস সাংবাদিকদের বলেন, ‘আমাদের পররাষ্ট্র সচিব আজ রাষ্ট্রদূত হুয়াংকে তলব করেছেন এবং সেখানে যা ঘটেছে তার ভিডিও এবং ছবিসহ তাকে একটি মৌখিক বার্তা দিয়েছেন। এ ব্যাপারে আমরা এখন তাদের উত্তরের অপেক্ষায় রয়েছি।’