মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৫ পিএম, সোমবার, ২৪ জুলাই ২০২৩ | ৫৪৮

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা মৎস অধিদপ্তরের হলরুমে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করে।  

জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত  প্রমুখ।

এ সময় মৎস অধিপ্তরের কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মাছের ঘাটতি মেটাতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষিত অনেক বেকার যুবক মৎস্য চাষে এগিয়ে আসছেন। মৎস্য চাষে আগ্রহ বাড়ানোর জন্য নতুন মৎস্যচাষীসহ সবাইকে উদ্বুদ্ধ এবং পরামর্শ দেয়া হচ্ছে। অনেক মৎসচাষীকে প্রণোদনা দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। আগামী ৩০ জুলাই মৎস্য সপ্তাহ শেষ হবে।