গোপালপুরে প্রগতি লাইফ বীমার সার্ভিসিং সেল উদ্বোধন

গোপালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, রোববার, ১৮ জুন ২০২৩ | ৪১১

আজীবন বিশ্বস্ত প্রতিপাদ্যে ‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’ টাঙ্গাইলের ‘গোপালপুর সদর সার্ভিসিং সেল’ উদ্বোধন করেছে।

আজ শনিবার বিকালে পৌরসভার মেয়র মোঃ রকিবুল হক ছানা এর শুভ উদ্বোধন করেন।

ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ‘আই.পি.এল গোলাপ’ প্রকল্প প্রধান নূরুল ইসলাম খান ও প্রধান আলোচক ছিলেন এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট হোসাইন মাহমুদ।

এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সেলিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন-গোপালপুর থানার ওসি (তদন্ত) মোঃ মামুন ভূঁঞা, ব্রাঞ্চ ম্যানেজার শাহনুর রহমান সোহাগ প্রমূখ।

এ সময় কোম্পানীর অত্র অফিসের আওতাধীন সকলস্তরের কর্মকর্তা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীমা গ্রাহকের অকাল মৃত্যুতে তার মনোনিত ব্যক্তির হাতে প্রায় দুই লক্ষ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়।