টাঙ্গাইলে ‘সারা বাংলা ৮৮’ ও টাঙ্গাইল ৮৮ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:৩৫ পিএম, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ | ৩৪৪

টাঙ্গাইলে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন যাকাত ফান্ডের সহায়তায় ও টাঙ্গাইল ৮৮ এর উদ্যোগে ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ ১১৬ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল পৌর শহরের ভিক্টোরিয়া রোড আদর্শ লাইব্রেরী স্থানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটের মূল্য ৮’শ টাকা করে। 

খাদ্য সামগ্রী বিতরণের সময় ‘সারা বাংলা ৮৮’ টাঙ্গাইল জেলা প্যানেলের কো-অর্ডিনেটর ফারেহা লায়লা টুকি, সাবেক মডারেটর শহিদুল্লাহ্ কায়সার সুমন, সাবেক এডমিন শহিদুল্লাহ্ হাসান মিঠু, আব্দুল্লাহ, আজিম, বকুল লেলিন, মামুন, রতন, সদর লাভলু, রোমন, শহিদ, উষা ও মরিয়মসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সারা বাংলা ৮৮ থেকে প্রাপ্ত ১৬ হাজার টাকা টাঙ্গাইল ৮৮ বন্ধু থেকে পাঠানো হয়েছে।