অপরাধী ধরতে গিয়ে ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ১৩


ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর ‘রিও ডি জেনেইরো’র ঠিক বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একটি অপরাধীদলের নেতাকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রিও ডি জেনেইরোর উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক-শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। নিহতের মধ্যে রয়েছেন লিওনার্দো কস্তা আরাউজো নামের একজন, যিনি মাদক চক্রের একজন নেতা। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন পুলিশের মৃত্যুর ঘটনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন।
বৃহস্পতিবার আরাউজোকে গ্রেপ্তার করার জন্য এই অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ব্যবহার করে হেলিকপ্টার এবং সাঁজোয়াযান। রিও রাজ্যের পুলিশ বাহিনী ওই অঞ্চলে নিয়মিতভাবেই মারাত্মক অভিযান চালিয়ে থাকে।
সূত্র : রয়টার্স