কালিহাতীতে চেয়ারম্যান প্রার্থীর আনন্দ মিছিল

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৭ পিএম, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৪২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষনা হবে এমন খবরে মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল করেছে বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সোহরাব আলীর সমর্থীত নেতা-কর্মীরা।

১ ফেব্রæয়ারি বিকাল ৪ টায় আনন্দ মিছিলটি উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজার থেকে শুরু করে কালিহাতী উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আরিফুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাজাহান, বীরবাসিন্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি খলিলুর রহমান, কালিহাতী পৌর ছাত্রলীগের আহবায়ক রিমন হোসেন প্রমুখ।