বাআবিঅফ সাধারণ সভায় সভাপতি মজনু ও নির্বাচন কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, সোমবার, ২০ মার্চ ২০২৩ | ৪৭৪

বাংলাদেশ আন্তুঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন (বাআবিঅফ)-এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমান এর সঞ্চালনায় বাআবিঅফ-এর সাধারণ সভা গতকাল ১৯ মার্চ  সকালে ব্লু-ওশান হোটেল এন্ড রিসোর্ট, কুয়াকাটায় অনুষ্ঠিত হয়।

এতে ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোঃ মাসুদুর রহমান, ফেডারেশন সহ-সভাপতি ও চুয়েট অফিসার্স এসোসিয়েশন সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, ফেডারেশন সহ-সভাপতি ও কুয়েট অফিসার্স এসোসিয়েশন সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, ফেডারেশন সহ-সভাপতি ও চবি সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ হাসান নোমানী, ফেডারেশন সহ-সভাপতি ও সভাপতি শাবিপ্রবি এম তাজিম উদ্দিন, যুগ্ম-মহাসচিব মোঃ নজরুল ইসলাম হিরা, যুগ্ম-মহাসচিব মোঃ আলতাফ হোসেন, ফেডারেশন সাংগঠনিক সম্পাদক ডা. ফখর উদ্দিন, ফেডারেশন সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন গোলাপ, জাবি সভাপতি মোঃ আজিম উদ্দিন খান, পাবিপ্রবি সভাপতি মোহাম্মদ হারুনর রশীদ ডন, চবি সহ-সভাপতি মিনা পারভিন হোসেন, সিকৃবি সাধারণ সম্পাদক ড. সালাউদ্দিন, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ, পাবিপ্রবি সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, মাভাবিপ্রবি যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানী, রাবির সিনিয়র কর্মকর্তা কামরুজ্জামান চঞ্চল, চবি সাংগঠনিক সম্পাদক কাজী হারুন, হাবিপ্রবির রতন কুমার গুপ্ত, চবির মোঃ শাহ আলম, সিকৃবির কৃষিবিদ দেবাশীষ সাহা, নোবিপ্রবির অলিউল্লাহ আহাদ, চবির আব্দুর রহিমসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সমিতির নেতৃবৃন্দ, দপ্তর প্রধানগণ ও কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। 

সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি ও মাভাবিপ্রবি সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুকে আগামী নির্বাচন পর্যন্ত মেয়াদের জন্য সভাপতির পূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া চুয়েট অফিসার্স এসোসিয়েশন সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামকে প্রধান নির্বাচন কমিশনার, চবি অফিসার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমানকে নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত করা হয়। সোমবার সকালে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোঃ মাসুদুর রহমান ও সাবেক সভাপতি মোঃ আমিরুল ইসলামকে ফেডারেশনের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্রমবর্ধমান বৈষম্য ও দুর্নীতি মুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মানুষ তৈরির পবিত্র স্থানকে কলুষমুক্ত করার ত্যাগী কর্মকর্তা নেতাদের এগিয়ে এসে শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠনের আহ্বান জানান। 

সভায় বক্তারা দপ্তর প্রধানসহ নন টিচিং পদে কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ বাধ্যতামূলক করা; কর্মকর্তা স্বার্থ সংশ্লিষ্ট কমিটিতে কর্মকর্তা সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করা; উচ্চ শিক্ষাছুটি ও লিয়েনের বিষয় স্পষ্ট করণসহ ১২ দফা দাবিসমূহ অভিন্ন নীতিমালায় অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন, দীর্ঘদিনের পেশাগত সমস্যাসমূহ সমাধান, বিশ্ববিদ্যালয়সমূহ বৈষম্যমুক্ত করে নীতিমালা প্রণয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের কার্যক্রম আরও বেগবান করতে সরকারের প্রতি আহ্বান জানান।