টাঙ্গাইলে জেলা সড়ক পরিবহন ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৬ পিএম, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ | ৩৯১

শ্রমিকদের মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা সড়ক পরিবহণ ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহণ ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাসুম খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সামাল ও কার্যকরি সভাপতি হুমায়ন কবির।

এ সময় জেলা সড়ক পরিবহণ ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, গত ৪ মার্চ রাতে মফিজ ও অপূর্ব গংরা নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শ্রমিক ভাইয়ের কাছে গিয়ে এক লাখ টাকা দাবি করে। এ ছাড়াও তাদের বেধরক মারধর করা হয়। তাই এ ঘটনার নিন্দাসহ আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।