অ্যাসোসিয়েশন অব হংকং’ নির্বাচনে আওয়ামী পন্থীরা জয়ী

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০ পিএম, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮ | ৭৪৭

হংকং প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকং’ কার্যকরী কমিটির নির্বাচনে ২০১৮-২০২০ মেয়াদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।

২৮ জানুয়ারি বিকালে সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত হংকং এর হেনরি জি লিয়ং কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ লিটনের নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্যানেল ৮টি পদে বিজয়ী হন।

অপর ৩ পদে বিএনপি নেতৃত্বাধীন প্রার্থীরা নির্বাচিত হন। নির্বাচনে হংকং প্রবাসী বাংলাদেশী ৬২৭ জন ভোটার ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হংকংস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল মোহাম্মদ সারোয়ার মাহমুদ ।

নির্বাচিত ১১ প্রতিনিধিরা হচ্ছেন, আশফাকুর রহমান পলাশ আবুল কালাম আজাদ লিটন, সাইয়াদুল আলম আজাদ, মহিউদ্দিন মহি, ফজলুল হক কিরন, শেখ নিয়াজ হোসাইন, তাসমিনুল হক বিপু, জিয়াউল হাসান মুন্না, সৈয়দ একরাম এলাহী নাছের, মাসুদ কাদির, মোশারফ হোসাইন ।