নাগরপুরে চারতলা নব নির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি টিটু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০০ পিএম, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ | ৩৮০

টাঙ্গাইলের নাগরপুরে নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সোমবার দুপুরে ভবন উদ্বোধন উপলক্ষে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো, হুমায়ুন কবীর,প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা  মো. সালাম গেরিলা,গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, বনগ্রামশহীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যধমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি টিটু বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরেন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে হবে।