দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


টাঙ্গাইল পৌর এলাকার ৪নং ওয়ার্ডের দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৫৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২০ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।
দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মির্জা মঈনুল হোসেন লিন্টু সভাপতিত্বে এসময় আরোও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ।