টাঙ্গাইলে ঐতিহাসিক কাগমারী সম্মেলন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ | ৪১২

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬৬ বৎসর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 

বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি ও সমাজ বিশ্লেষক অধ্যাপক শংকর দাশ, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা হারুন অর রশিদ ও টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল প্রমুখ। এসময় ভাসানী ছাত্র, যুব ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।