ঝিনাইগাতীতে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঝিনাইগাতীতে দ্বায়িত্ব পালনরত অবস্থায় ডাঃ এ,এস,এম মফিদুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলার দ্রæত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বুধবার সকাল ১১.৩০ ঘটিকা থেকে সকাল ১২ঘটিকা পর্যন্ত আধা ঘন্টার মানববন্ধ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় ইর্মাজেন্সি ছাড়া হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ থাকে। জেলা বিএমএর নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উক্ত মানববন্ধনে দ্রæত এবং দৃষ্টান্তমূলক দাবী রেখে বক্তব্য রাখেন, ডাঃ তাকসিন ফেরদৌসী, ডাঃ কমল চক্রবর্তী ও সিনিয়র ষ্টাফ নার্স মিসেস স্বপ্না আক্তার প্রমূখ।
উল্লেখ্য যে, গত ২১জানুয়ারি বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় ডাঃ এ,এস,এম মফিদুল ইসলাম দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগীর পক্ষের ২ যুবক কর্তৃক লাঞ্চিত হন।
এ ঘটনাকে কেন্দ্র করে শেরপুর জেলার বি,এম’র নেতৃবৃন্ধের নির্দেশে মফিদুল ইসলাম বাদী হয়ে গত ২৩জানুয়ারি ঝিনাইগাতী থানায় রাকিবুল হাসান রুকন ও জাহিদুল ইসলাম মিলনকে আসামী করে একটি মামলা দায়ের করলে মামলাটি এফআইআর করেন, ঝিনাইগাতী থানা পুলিশ।
এ ব্যাপারে ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, আসামীদ্বয় পলাতক থাকায় তাদেরকে গ্রেফতারের অভিযান ও মামলার তদন্ত কাজ অব্যাহত আছে।
অভিযুক্ত রুকন ও মিলনের পরিবার সুত্রে জানা যায়, তারা ডাঃ মফিদুল ইসলামের সাথে রোগীর চিকিৎসার অবহেলা নিয়ে কথা কাটাকাটি করেছে। তাদের উপর যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।