নাগরপুরে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৪ পিএম, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ | ৪৫১

টাঙ্গাইলের নাগরপুরে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র ৪হাজার কৃষকে মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি অফিসরে কর্মকর্তা/কর্মচারী ও ১২ ইউনিয়নের কৃষক/কৃষনী উপস্থিত ছিলেন।