ঝিনাইদহে কমিউনিটি পর্যায়ে নিরাপদ অভিবাসনের আলোচনা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮ পিএম, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮ | ৬০৩

ঝিনাইদহে কমিউনিটি পর্যায়ে নিরাপদ অভিবাসনের আলোচনা অনুষ্ঠিত। রাইটস যশোরের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আছাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন। বক্তব্য রাখেন জেলা মিহলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, পুলিশের ওসি ডিবি শামছুদ্দোহা, ঝিনাইদহ টিটিসির মোঃ আসুদুজ্জামান।

জেলা পর্যায়ে নিরাপদ অভিবাসনের আলোচনায় এছাড়া আরো উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগাম ম্যানেজার এস.এম. আজাহারুল ইসলাম, ডিস্ট্রিক কোঅডিনেটর মোঃ জাহিদুজ্জামান সেলিম, ফিল্ড ফ্যাসিলেটর মোঃ আক্তারুজ্জামান সিদ্দিক, জেলা জনশক্তি কর্মসংস্থানের সহকারী পরিচালন সবিতা রানী, জেলা তখ্য অফিসার আবুবক্কর সিদ্দিক,উই এর পরিচালক নারী নেত্রী শরিফা খাতুন,মানবাধিকার কর্মি আমিনুর রহমান টুকু,সাংবাদিক জাহিদুর রহমান তারিক,জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন প্রমূখসহ ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিগন,এনজিও প্রতিনিধি,বিদেশগামী নারী-পুরুষ সহ দেড়শতাধিক ব্যাক্তিবর্গ।