টাঙ্গাইল জেলা পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | ৩৯৮

টাঙ্গাইল জেলা পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার  ( ২৮ নভেম্বর ) সকালে জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও আজকের দেশবাসী পত্রিকার সম্পাদক একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান, ভুঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা  খাতুন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকী,  গোপালপুর পৌর মেয়র রফিকুল ইসলাম ছানা, মির্জাপুর পৌর মেয়র সালমা আক্তার সহ নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যবৃন্দ।