১৪৪ ধারা অমান্য করে জমির ধান কেটে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ পিএম, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | ৩৮২

শান্তি শৃঙ্খলা রক্ষা ও বর্তমান দখলাবস্থা বজায় রাখার শর্তে আদালতের দেয়া ১৪৪ ধারা অমান্য করে জমির ধান কেটে নেয়া অভিযোগ উঠেছে মোকদ্দমার দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে।

কালিহাতী উপজেলার পুখুরিয়া দেউপুর গ্রামের মৃত রুস্তম আলী তালুকদারের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৫) ৮৭৩/২০২২ নং মোকদ্দমায় গত ৮ সেপ্টেম্বর ১৪৪ ধারা মোতাবেক নোটিশ জারী করেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত।

২১ নভেম্বর শুনানীর পরবর্তী তারিখ দেয়া সত্বেও মোকদ্দমার দ্বিতীয় পক্ষ মো. আব্দুল মোতালেব মন্ডল গংরা আদালতের নির্দেশনা অমান্য করে জমির ধান কেটে নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন মোকদ্দমার প্রথম পক্ষ রফিকুল ইসলাম।

অভিযোগে জানা যায়, ১৯৫০ সালের ২৩ ডিসেম্বর সাব কবলা দলিল মূলে কালিহাতী উপজেলার মৌজা-পুখুরিয়া দেউপুর, এস.এ খতিয়ান নং-৬৯৭, হাল জরীপের খতিয়ান নং-১২০৯, এসএ দাগ নং-৭৭৯, হাল দাগ নং-১১৬৬ ও জমির পরিমান-৩৯ শতাংশ জমির প্রকৃত মালিক হন আমার চাচা আব্দুল মজিদ তালুকদার। পরবর্তী ১৯৮১ সালে ৩০ নভেম্বর রেজিস্ট্রিকৃত বন্টননামা দলিল মুলে ওই ৩৯ শতাংশ জমি ক্রয় করেন আমার পিতা রুস্তম আলী তালুকদার। বাবার মৃত্যু পরবর্তী সময়ে ওই জমির রেকর্ড পান রফিকুল ইসলাম (৫৫)সহ তিন ভাই। বর্তমানে ওই জমিতে আমন ধানের রোপা রোপন করেন তারা।

গত ১১ নভেম্বর রাতে রোপনকৃত ৩৯ শতাংশ জমির কাচা ধান কেটে নেন মোকদ্দমা দ্বিতীয় পক্ষ ওই উপজেলা ও গ্রামের মো. আব্দুল হামিদ মন্ডলের ছেলে মো. আব্দুল মোতালেব মন্ডল (৫০), দুলাল মন্ডল (৩৫) মো. লাল মিয়া মন্ডল (৪০) মো. সিরাজ মন্ডল (৩৮), মৃত আক্কেল মাহমুদ মন্ডলের ছেলে মো. আব্দুল হামিদ মন্ডল (৭০) মো. আবু বক্কর মন্ডল (৪০), মো. আব্দুর রহমান মন্ডলের ছেলে মো. মিজানুর মন্ডল (৩৫). মো. মিন্টু মন্ডল (৩০)।

এ বিষয়ে কালিহাতী থানায় অভিযোগ করা হলে পুলিশ মোকদ্দমার দ্বিতীয় পক্ষ মো. আব্দুল মোতালেব মন্ডল (৫০) এর বাড়ি থেকে কেটে নেয়া ওই ধান জব্দ করেন পুলিশ।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. মিন্টু মন্ডল বলেন, আমাদের জমির ধান আমরা কেটেছি। এছাড়াও আদালত থেকে আমাদের ধান কাটতে নিষেধ করা হয়নি। এরপরও পুলিশ আমার বাড়ি থেকে কাটা ধান গুলো জব্দ করেছে।

এ বিষয়ে কালিহাতী থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. তৈয়ব আলী জানান, ধান কাটার অভিযোগ পেয়ে আমরা অভিযুক্তদের বাড়িতে অভিযানে যাই। এ সময় মোকদ্দমার অভিযুক্ত মো. মিন্টু মন্ডল এর বাড়িতে কেটে নেয়া ধান পাওয়া যায়। ধান জব্দ করা হলেও অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি।