বাসাইলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭ পিএম, শনিবার, ৫ নভেম্বর ২০২২ | ৫৪২
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
 
শনিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি  র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় বাসাইল উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন,বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা  আব্দুর রহিম আহমেদ,উপজেলা  ভাইস চেয়ারম্যান সাহাদত হোসেন খান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সোহানুর রহমান সোহেল,পৌর আওয়ামী লীগের  সভাপতি জাহাঙ্গীর হোসেন,সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি গৌরাঙ্গ মহন সরকার,বাসাইল উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।