টাঙ্গাইলে ক্লিনিক মালিক সমিতির সভাপতি শিবলী, সম্পাদক রিপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | ৪১৮

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় এম শিবলী সাদিককে সভাপতি ও বজলুর রহীম রিপনকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার দুপুরে সোল পার্কে আয়োজিত সভায় প্রধান অতিথি টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন। 

সংগঠনের জেলা শাখার সভাপতি শিবলী সাদিকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. মোহাম্মদ আলী, বিএমএ জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক বজলুর রহীম রিপন। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন ক্লিনিক মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।