বাসাইলে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে চারা বিতরণ


টাঙ্গাইলের বাসাইলে সামাজিক উন্নয়ন সহায়ক প্রতিষ্ঠান,'বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বনায়ন কর্মসুচীর উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) ফুলকী ঝনঝনীয়া ডিগ্রী মাদরাসা মিলনায়তনে এসব বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও ফুলকী ঝনঝনীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার উপাধ্যক্ষ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফুলকি ঝনঝনীয়া স্নাতক মাদরাসার অধ্যক্ষ হানিফ উদ্দিন খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ময়থা জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাদশা মিয়া, ডা. রিপন, জেমি আহমেদ, লোকমান মিয়া প্রমুখ ।
মুস্তাফিজুর রহমান সিমান্তের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ খান। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সংস্থা বিভিন্ন সময় দরিদ্র অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন, ঈদ সামগ্রী, শীত বস্ত্র বিতরণসহ নানা সামাজিক সহায়তা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।