মধুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪০ পিএম, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮ | ৫৬৪

টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী এলাকায় বিনিময় পরিবহনরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইলরে ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো।

বাসটি মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে বিভিন্ন স্কুল কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ২০ আহত হয়। আহতদের উদ্ধার করে মধুপুর উপজলো স্বাস্থ্যকমপ্লেক্র এ ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে মধুপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, র্দুঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সম্বনয়ে আহতদরে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ধনবাড়ী মধুপুর সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবকি রয়েছে বলেও তিনি জানান।