টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ জেলেকে জরিমানা


মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীতে যৌথ অভিযানে ৩ জন জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে। আটককৃত ৩ জেলেকে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক।
রোববার ( ১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কালিহাতি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উক্ত অভিযান পরিচালিত হয়।
জব্দ করা ৯ পিস ( আনুমানিক ২ কেজি) ইলিশ মাছ সরকারি শিশু পরিবার বালিকা টাঙ্গাইল এ বিতরণ করা হয় এবং জব্দকৃত ৯টি কারেন্ট জাল যার আনুমানিক দৈর্ঘ্য ১৩৫০০ মিটার ও আনুমানিক মূল্য ২৭০০০০ টাকা। উক্ত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।