বিদ্যালয় ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি ছানোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, রোববার, ১৬ অক্টোবর ২০২২ | ৫৮৩

টাঙ্গাইল পৌর এলাকায় কাজিপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ ও সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দক্ষিণ তারটিয়া জিসি হতে রামপুর জিসি পর্যন্ত  রাস্তা মেরামত কাজের  শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার ( ১৬ অক্টোবর) সকালে এসব কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী,পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী  ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী,ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল হোসেন, ১০ নং কাজিপুর পৌর কাউন্সিলর বাদশা মিয়া প্রমুখ।