নগদ অর্থ ও ত্রাণ বিতরন কার্যক্রম শুরু
টাঙ্গাইলে বন্যা দূর্গতদের মাঝে ব্যক্তি উদ্যেগে ত্রাণ বিতরন করছেন স্থানীয় সংসদ সদস্য


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে ব্যক্তিগত তহবিল থেকে টাঙ্গাইল সদর উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরন কার্যক্রম শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।
আজ মগড়া ইউনিয়নের প্রায় ৫শতাদিক পরিবারের মাঝে নগদ অর্থ সহ চিড়া, গুড়, মোমবাতি, ম্যাচ, ঔষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করেন।
এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আপনাদের পাশে সব সময় আছি থাকবো। আপনারা ধর্য্য সাথে পরিস্থিতি মোকাবেলা করুন । এই পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করুন,পাশে থাকুন।
এসময় তার সাথে ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, মগড়া ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।
এছাড়াও তিনি গত ১৭ ও ১৮ আগষ্ট সদর উপজেলার কাতুলি, কাকুয়া ও হুগড়া ইউনিয়নের দেড় সহস্রাধিক পরিবারের মাঝে চিড়া, গুড়, মোমবাতি, ম্যাচ, ঔষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করা হয়।
এবং কাকুয়া ইউনিয়নের গোপাল কিউটিল এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৫ শতাধিক মানুষের জন্য সপ্তাহব্যাপী রান্না করা খাবার ও গবাদি পশুর খাদ্য সরবরাহ কার্যক্রম শুরু করা হয়েছে।
।আহবানে