নগদ অর্থ ও ত্রাণ বিতরন কার্যক্রম শুরু

টাঙ্গাইলে বন্যা দূর্গতদের মাঝে ব্যক্তি উদ্যেগে ত্রাণ বিতরন করছেন স্থানীয় সংসদ সদস্য

পারভেজ হাসান
প্রকাশিত: ১১:৫৩ এএম, শনিবার, ১৯ আগস্ট ২০১৭ | ১৪৯৭


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে ব্যক্তিগত তহবিল থেকে টাঙ্গাইল সদর উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরন কার্যক্রম শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।


আজ মগড়া ইউনিয়নের প্রায় ৫শতাদিক পরিবারের মাঝে নগদ অর্থ সহ চিড়া, গুড়, মোমবাতি, ম্যাচ, ঔষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করেন।

এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আপনাদের পাশে সব সময় আছি থাকবো। আপনারা ধর্য্য সাথে পরিস্থিতি মোকাবেলা করুন । এই পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করুন,পাশে থাকুন।

এসময় তার সাথে ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, মগড়া ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।


এছাড়াও তিনি গত ১৭ ও ১৮ আগষ্ট সদর উপজেলার কাতুলি, কাকুয়া ও হুগড়া ইউনিয়নের দেড় সহস্রাধিক পরিবারের মাঝে চিড়া, গুড়, মোমবাতি, ম্যাচ, ঔষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করা হয়।


এবং কাকুয়া ইউনিয়নের গোপাল কিউটিল এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৫ শতাধিক মানুষের জন্য সপ্তাহব্যাপী রান্না করা খাবার ও গবাদি পশুর খাদ্য সরবরাহ কার্যক্রম শুরু করা হয়েছে।

 

 

 


।আহবানে