বাসাইলে উপজেলা বিএনপির নেতৃত্বে অটল ও নবু


টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসাইল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সম্মেলন শেষে উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটলকে সভাপতি ও এডভোকেট নূরনবী আবু হায়াত খান নবুকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে পৌর বিএনপির কমিটিতে আক্তারুজ্জামান তুহিনকে সভাপতি ও আবুল কালাম আজাদ পিন্টুকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়।।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিলশাহীন,এড.ফরহাদইকবাল, আতাউর রহমানজিন্নাহ,আবুল কাশেম,টাঙ্গাইল কৃষকদলের সভাপতি দিপু হায়দার খান সহ প্রমুখ।