টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা


টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সরকারি সা’দত কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সরকারি সা’দত কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক সুব্রত নন্দীর সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আনসারী।
সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।
সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
টাঙ্গাইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সভার আয়োজন করেন।
সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে অবহিত ও উদ্বুদ্ধ করা হয়।