দুর্গাপূজায় করনীয় সম্পর্কে ডিআইজি দেবদাস ভট্টাচার্যের আহ্বান

কাজল আর্য
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, রোববার, ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৪২০
আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সারাদেশে সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ম অনুসরণ করার আহবান জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। তিনি শান্তিপূর্ণভাবে পূজা করতে এসব বিষয়ে মন্ডপ কমিটিকে নজর দেওয়ার অনুরোধ করেছেন। যেগুলো অতীব কার্যকর ও পালন জরুরি।
 
 উল্লেখযোগ আহ্বান আরতির নামে ডিজে, কুরুচিপূর্ণ গানসহ সবধরনের  উচ্ছৃঙ্খলতা অবশ্যই বন্ধ করতে হবে।প্রতি সন্ধ্যায় মন্ডপে মন্ডপে ধর্মীয় আলোচনা, সঙ্গীত ও নৃত্যের আয়োজন করলে ভাল। এজন্য প্রতিদিন এক বা দুইজন উপযুক্ত ব্যক্তিকে আলোচনার জন্য উপস্থিত রাখতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আলোচনা হলে দর্শক সমাগম বজায় থাকবে এবং সকলে উপভোগ করবে। ধর্মীয় বিষয়ের উপর শিশু, কিশোর ও তরুণদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার প্রদান করলে তারা উদ্বুদ্ধ হবে। সমবেত চন্ডীপাঠ ও সমবেত প্রার্থনার আয়োজন অতীব গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন  সুন্দর, সুশৃঙ্খলভাবে এবং সঠিক নিয়মে অঞ্জলির পরিকল্পনা এবং নিশ্চিত করতে হবে। আলোকসজ্জাসহ অন্যান্য খরচ কমিয়ে বাজেটের একটি অংশ দিয়ে গরীব পরিবারকে সাহায্য করলে আত্মীক সন্তুষ্টি  পাওয়া যাবে। প্রতিমা নির্মাণসহ পূজার সমস্ত প্রক্রিয়ায় ধর্মীয় বিধান মেনে সাত্ত্বিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
 
ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন পূজার নামে বর্তমানে উচ্ছৃঙ্খলতা ও ধর্মীয়বোধের য়ে অবক্ষয় চোখে পড়ে, তাতে আমি হতাশ, ব্যথিত এবং ক্ষুব্ধ।
 
ধর্মের আবরণে এসব নোংরামির ফলে যুবসমাজ বিভ্রান্ত হচ্ছে ও পথভ্রষ্ট হচ্ছে। যা মেনে নেওয়া কঠিন।ধর্মকে গ্লানিমুক্ত করে গৌরবময় করতে সবাইকে এক লক্ষ্যে কাজ করতে হবে। তবেই অসুরের অশুভ শক্তির বিনাশ হয়ে দেবী দুর্গার ন্যায় স্থাপিত হবে।  সবাইকে অগ্রীম শারদীয়  শুভেচ্ছা।