টাঙ্গাইলে পূজা মন্ডপে সরকারী অনুদানের চাল বিতরণ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার পূজা মন্ডপে সরকারী অনুদানের জি.আর. চাল বিতরণ করা হয়েছে।
আজ সকালে সদর উপজেলা হল রুমে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে চাল বরাদ্দের ডিও লেটার তুলে দেন।
এসময় সদর উপজেলার ২০৯ টি পূজা মন্ডপে ১০৪.৫ মেট্র্রিক টন চাল দেওয়া হয়।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দ মোহন দে, সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
