ঘাটাইলে সুধী সমাবেশ অনুষ্ঠিত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে পোড়াবাড়ী পাবলিক ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ সুধী সমা বেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।
পোড়াবাড়ী পাবলিক ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি লেখক সাংবাদিক ও গবেষক জুলফিকার হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইলের সাবেক দুই বারের সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা, উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী,সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সংগ্রাম সিদ্দিকী।
উক্ত অনুষ্ঠানে বক্তারা ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
