শিক্ষার্থীরা জাতির ভবিষ্যত : ছানোয়ার হোসেন এমপি


টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যত ।
বাংলাদেশের একজন সুনাগরিক হতে হলে অবশ্যই শিক্ষার্থীর ভিতরে ন্যায় নীতি থাকতে হবে, পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
সমাজ ও দেশে প্রতি দায়বদ্ধতা হতে হবে। তাহলে নিজেকে সুনাগরিক দাবি করা যাবে।
আমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল ভাল হলেও উচ্চ শিক্ষা গ্রহণ করতে আমরা ব্যর্থ হচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে বিনামূল্যে বই বিতরণ করেন। সেই বইগুলো না পড়ে আমরা গাইড বই মুখস্ত করি। মুখস্থ বিদ্যা বাদ দিতে হবে। জ্ঞান আহরণ করতে হয়। মুখস্থ বিদ্যা কখনও ধরে রাখা যায় না।
জ্ঞান আহরণ করে প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হতে হবে। মুখস্থ বিদ্যায় ভাল ফলাফল হলেও ভবিষ্যতে কোন কাজে আসবে না। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেরুদন্ড শক্ত করতে হবে।
২৯ জানুয়ারি সোমবার দুপুরে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
মো. আব্দুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম নুরুল আমীন, মো. ছাদের আলী মিঞা।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম ও খতিব আব্দুল্লাহ আল মামুন, আলোচক ছিলেন দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম হযরত আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মজিবুর আল মামুন।