টাঙ্গাইলে তিনটি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | ৫৩০

টাঙ্গাইলের সদরে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে তিনটি বাংলা ড্রেজার ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে সদর উপজেলার মাহমুদনগর এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন ।

সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, দীর্ঘদিন যাবত ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো।

এ অভিযোগের ভিত্তিতে যমুনা  নদীতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার ধ্বংস করা হয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।