মিলের হুপার ভেঙে শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটির অকূস্থল পরির্দশন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ | ৩৩৯
টাঙ্গাইলের গোপালপুরে অটো রাইস মিলে প্রাণহানির ঘটনায় অকূস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের তদন্ত কমিটি। গত বুধবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেমের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট কমিটি স্থানীয় মিল মালিক, শ্রমিক, চাল ব্যবসায়ী এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং লিখিত জবানবন্দী গ্রহণ করেন।
 
এ সময় কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাতুল পাল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের উপ মহাপরিদর্শক মহর আলী মোল্লা, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আলাউদ্দীন মিয়া এবং ওসি মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
 
তদন্ত কমিটির প্রধান মো. আবুল হাশেম সংবাদকর্মীদের জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং মতামত সম্বলিত প্রতিবেদন ৭ কার্য দিবসের মধ্যে দাখিলের নির্দেশনা রয়েছে। কলকারখানায় নিরাপদ পরিবেশে শ্রমিকরা যাতে কাজ করতে পারে সে বিষয়টির প্রতি খেয়াল রাখা হবে।
 
উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় পৌরসভার ডুবাইল এলাকার একতা অটোরাইস মিলের হুপার ভেঙ্গে দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়। এ ঘটনায় জেলা প্রশাসক ড. আতাউল গণি গত ৫ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করেন।
 
টাঙ্গাইলের গোপালপুরে অটো রাইস মিলে প্রাণহানির ঘটনায় অকূস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের তদন্ত কমিটি। গত বুধবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেমের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট কমিটি স্থানীয় মিল মালিক, শ্রমিক, চাল ব্যবসায়ী এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং লিখিত জবানবন্দী গ্রহণ করেন।
 
এ সময় কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাতুল পাল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের উপ মহাপরিদর্শক মহর আলী মোল্লা, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আলাউদ্দীন মিয়া এবং ওসি মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
 
তদন্ত কমিটির প্রধান মো. আবুল হাশেম সংবাদকর্মীদের জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং মতামত সম্বলিত প্রতিবেদন ৭ কার্য দিবসের মধ্যে দাখিলের নির্দেশনা রয়েছে। কলকারখানায় নিরাপদ পরিবেশে শ্রমিকরা যাতে কাজ করতে পারে সে বিষয়টির প্রতি খেয়াল রাখা হবে।
 
উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় পৌরসভার ডুবাইল এলাকার একতা অটোরাইস মিলের হুপার ভেঙ্গে দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়। এ ঘটনায় জেলা প্রশাসক ড. আতাউল গণি গত ৫ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করেন।