টাঙ্গাইলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহা পরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ | ৩৮৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অংশীদারিত্ব পল্লী উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পয়লা গ্রাম উন্নয়ন কমিটির সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহা পরিচালক সাহেদ আলী।

পয়লা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে সভায় প্রকল্প পরিচালক তপন কুমার, যুগ্ম পরিচালক (নির্মান) রাশেদুল আলম, জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের চেয়ারম্যান বিপ্লব মাহমুদ উজ্জল. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের উপ-পরিচালক জিহাদ খান, ঘারিন্দা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

পরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহা পরিচালক পল্লী উন্নয়ন বোর্ড বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ও ঘারিন্দা ইউনিয়নে মাসিক সমন্বয় সভায় অংশ নেন।