“সফলতার সন্ধানে” গ্রন্থটি কালিহাতীতে পাঠক প্রিয় হয়ে উঠেছে


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ইস্কান্দার মীর্জার লেখা “সফলতার সন্ধানে” গ্রন্থটি কালিহাতীতে ব্যাপক পাঠক প্রিয় এবং সকল মহলে প্রশংসিত হয়ে উঠেছে।
গত ৩১ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং তথ্য প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম এমপি উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অন্যান্য গ্রন্থের সাথে “সফলতার সন্ধানে” গ্রন্থটির প্রকাশনা ও মোড়ক উন্মোচন করেন।
“সফলতার সন্ধানে” একটি ব্যাতিক্রমধর্মী গ্রন্থ। যার মাধ্যমে লেখক ইস্কান্দার মীর্জা সব শ্রেণীর মানুষের, বিশেষ করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছেন। বইটি তরুণ প্রজন্মকে নেতিবাচক দৃষ্টিভঙ্গী থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গীতে ফিরিয়ে আনবে বলে অনেকেই মনে করেন।
গ্রন্থের লেখাগুলোতে যেসব কাহিনী ও দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে তা মানুষকে আশাবাদী করে তুলবে এবং সফলতার পথ দেখাবে। লেখক ইস্কান্দার মীর্জা একজন মননশীল লেখক। তিনি ১৯৭১ সালে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শেরপুর গ্রামে জন্মগ্রহন করেন।
তার পিতার নাম সৈয়দ আলী এবং মাতার নাম খোদেজা খাতুন। তার সহধর্মিনী জামিলা খাতুন শিউলি আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের একজন সহকারী অধ্যাপক। লেখক ১৯৮৬ সালে ফুলতলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৮ সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে এইচ এসসি পাশ করেন। তারপর তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি উপজেলার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক।
লেখকের সাথে কথা বলে জানা যায়, জীবন, সমাজ ও নীতি-আদর্শ সম্পর্কে বহুমাত্রিক লেখা তার বৈশিষ্ট্য। “সফলতার সন্ধানে” গ্রন্থটি তার দ্বিতীয় গ্রন্থ। গ্রন্থটি পড়ার জন্য লেখক ইস্কান্দার মীর্জা সকল পাঠককে অনুরোধ জানিয়েছেন এবং তিনি সকলের দোয়া প্রত্যাশী।