বিএনপি এখন আঘাত করতে চায় বাংলাদেশকে- শামীম ওসমান


টাঙ্গাইলের গোপালপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে নারায়ণগঞ্জের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি এখন আওয়ামী লীগ সরকারকে আঘাত করতে চায় না। ওরা (বিএনপি) এখন আঘাত করতে চায় বাংলাদেশকে।
তিনি এসময় বলেন আরে খেলেন না, কবে খেলবেন, একটা কিছু কন। এ সবের লাভ হবে না। খেলবেন, অবশ্যই আমরাও খেলবো। খেলা হবে অবশ্যই খেলা হবে। আমাদের খেলা হবে ধ্বংসের বিরুদ্ধে, স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে খেলা হবে।
আমরা খেলবো জনগনের পক্ষে, আমরা খেলবো ওই ১৯৭৫ সালের ১৫ আগস্টের যারা খুন করেছে তাদের বিপক্ষে। আমরা খেলবো, অবশ্যই খেলবো ২১ আগস্টের খুনিদের বিপক্ষে। আমরা খেলবো সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে।
গতকাল সোমবার (২৯ আগষ্ট) বিকেলে একুশে গ্রেনেড হামলার আসামীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে গোপালপুর উপজেলার সরকারি সূতি ভিএম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, তিনি আরও বলেন, আপনারা যদি মনে করেন শেখ হাসিনা আপনাদের ভবিষ্যত, শেখ হাসিনার পিছনে দাঁড়ান। এছাড়া আর কোন গতি নাই। কারণ এইবার যদি আল্লাহ্ মাফ করুক কোন ধরনের ঘটনা ঘটে আফগানিস্তান তো অনেক ভালো অবস্থায় আছে তার চেয়ে আরও খারাপ অবস্থা হবে বাংলাদেশের। ওরা (বিএনপি) এটাই চাই বাংলাদেশকে ধ্বংস করতে চাই। বাংলাদেশকে আমরা ধ্বংস হতে দিবো না। আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা দেখবো এই (গোপালপুর) এলাকার মানুষ কত বড় খেলোয়াড়।
আমরা দেখতে চাই ২১ আগস্টের খুনিরা এই পবিত্র মাটিতে পা দিতে পারে কি না। যদি না পারে তখন স্লোগান দিয়েন জয় বাংলা। যদি না পারে তখন বলবেন জয় বঙ্গবন্ধু। যদি না পারে তখন বলবেন আমি যুবক, যদি না পারে তখন বলবেন খেলা হবে তার আগে বইলেন না। শপথ করেন ওই খুনিদের অপবিত্র পা এই পবিত্র টাঙ্গাইলের মাটিতে পরতে দিবেন না।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল মোমেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি।
অনুষ্ঠানে আরও বক্তৃতা প্রদান করেন স্থানীয় এমপি তানভীর হাসান (ছোট মনির), কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।