ইঞ্জিন বিকল, ৬ ঘন্টা আটকে ছিল ট্রেন


বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে ৬ ঘটনা আটকে ছিল লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন। পরে ঢাকা থেকে নতুন ইঞ্জিন এনে যুক্ত করার পর লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার দিবাগত রাত ১২টা ৩৩ মিনিট হতে বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিট পর্যন্ত রেলটি আটকে থাকে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে স্টেশনে আটককে ছিল। অতিরিক্ত গরমের কারণে ট্রেনের ইঞ্জিন বিকল হ্য়ে থাকতে পারে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
পরে ঢাকায় খবর দেওয়া হলে একটি নতুন ফ্রেস ইঞ্জিন আনা হয়। সেটা যুক্ত করার পর সকালে লালমনিরহাট এক্সপ্রেস রেলটি আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।