সভাপতি ঠান্ডু ও সাধারণ সম্পাদক মজিবর
বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৬ জুলাই ) সকালে বাগাতিপাড়া সরকারী পাইলট মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু কে সভাপতি ও ৩ নং বাগাতিপাড়া ইউ.পি চেয়ারম্যান মজিবর রহমান কে সাধারণ সম্পাদক করে নব-নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এর আগে উক্তো ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।
প্রধান বক্তা হিসেবে ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ’র বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকগণ অংশ নেন।