স্টুডেন্ট কাউন্সির নির্বাচন

শিশু শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চার উপায়

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৯ পিএম, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮ | ৫৭৫

সুন্দর জাতী গঠন, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে শিশু শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্ট কাউন্সির নির্বাচন।

শনিবার মির্জাপুর উপজেলার ১শ ৬৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে উপজেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে।

সুত্র জানায় গণতান্ত্রিক মুল্যবোধ, সুন্দর জাতী গঠন, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া শিশুদের শিক্ষা দেওয়ার জন্য তাদের মধ্যে নির্বাচন প্রক্রিয়া চালু করা হয়েছে। এই নির্বাচন শিশুদের মধ্যে ব্যাপক সারা যুগিয়েছে।

শনিবার উপজেলার বিভিন্ন প্রাথমিকবিদ্যালয় ঘুরে দেখা গেছে শিশুদের মধ্যে বাপক উৎসাহ। শিশু শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। শিক্ষার্থিীদের সাথে অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচন কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার,নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। শিক্ষকরা তাদেরকে সার্বিকভাবে সহায়তা করছে।

সাতটি পদে প্রতিনিধি নির্বাচনের জন্র শিখু শ্ষিার্থীরা তাদের ভোট দিচ্ছে। পদগুলি হর (১) পরিবেশ সংরক্ষণ, (২) পুস্তক এবং শিখন সামগ্রী, (৩) স্বাস্থ্য, (৪) ক্রীড়া ও সংস্কৃতি, (৫) পানি সম্পদ, (৬) বৃক্ষ রোপন ও বাগান তৈরি,(৭) অভ্যর্থনা ও আপ্যায়ন।


পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আরনিক বিন শামস সাদিদ বলেন ভোট দিতে পেরে খুব আনন্দ পাচ্ছি। প্রার্থী আবির হোসেন বলেন নির্বাচনে দাড়িয়ে সবার সাথে মিশতে পারছি।

শফি উদ্দিন মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে নির্বাচিত প্রতিনিধি সাদিকা আফরিন আদ্রিতা বলেন বিজয়ী হয়ে আমি খুব খুশি। সবার সাথে মিলেমিশে থাকতে চাই।

পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরফুন্নেছা খানম বলেন নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের কমতি নেই।

উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান বলেন সারা দেশের মত আমরাও এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই।

টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ বলেন ভবিষ্যত জাতী গঠন এবং শিশুদের মধ্যে গণতান্ত্রিক চর্চা শুরু করার জন্যই এই প্রচেষ্ঠা।