একসময় মেয়েদের চাকরির পরিবেশ না থাকলেও

এখন কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে -ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫ পিএম, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮ | ৭১৬

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন একসময় মেয়েদের চাকরি করার মতো পরিবেশ না থাকলেও এখন কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে। আগামীতে আরও বেশি সুযোগ তৈরি হবে।

পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও এখন সমান তালে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, মেয়েদের পড়ালেখার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। এজন্য ফ্রি বই দেওয়ার পাশাপাশি উপবৃত্তি দিয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে নারীদের জন্য বিশেষ সুবিধা রাখছেন।

বিদ্যালয়ের পাঠ শেষ করে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল উচ্চশিক্ষা গ্রহণই নয়, নিজেদের মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরোও বলেন, লেখা-পড়ার পাশা পাশি খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলা দেহ ও মনকে সতেজ রাখে। লেখা-পড়ার পাশা পাশি খেলার প্রতি সমান মনোযোগি হতে হবে।

আজ ২৭ জানূয়ারী (শনিবার)  রহিমা মেমরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার ও নবীন বরন-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহেল ওয়াসেক আলম এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন লায়লা খানম, জেলা শিক্ষা অফিসার টাঙ্গাইল, কাজী জাকেরূল মওলা সাধারন সম্পাদক টাঙ্গাইল পেস ক্লাব, সহ স্থানীয় অন্যান্য শিক্ষকমন্ডলী সহ অভিভাবকগন।