ত্রাণসামগ্রী নিয়ে রংপুরের যাচ্ছেন টিম বাসাইল

বাসাইল, (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২১ পিএম, শুক্রবার, ২৪ জুন ২০২২ | ৩৮৮

৪৫০ পরিবারের জন্য ত্রাণসামগ্রী নিয়ে রংপুরের পথে রওনা হয়েছেন টাঙ্গাইলের টিম বাসাইল। শুক্রবার (২৪ জুন) ত্রাণসামগ্রী নিয়ে ট্রাকে করে রওনা হয় টিম বাসাইলের সদস্যরা।

প্রতিটি প্যাকেটে রয়েছে  চিড়া, বিস্কুট, গুড়, সুপেয় পানি, খাওয়ার স্যালাইন মোমবাতি ও দিয়াশলাই।

টিম বাসাইলের একাধিক সদস্য জানিয়েছেন, এলাকাবাসী ও সদস্যদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। এই টাকায় ত্রাণসামগ্রীর ৪৫০ টি প্যাকেট করা হয়েছে। রংপুরেরর অলিপুর পৌঁছে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।